ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বলে
অবিরাম চিৎকার করেছি
বাড়িয়েছি হৃদয়ের জ্বালা,
শুনেও দাওনি সাড়া
সরে গেছো দূরে
না বলা কথারা গুমরে কেঁদেছে
তোমাকে হয়নি বলা।
ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি বলে
যখনই বিদ্বেষে ফিরিয়েছি মুখ,
তখনই আঁচলে ঢেকেছ আনন
নিশিদিন কেঁদেকেটে
অবিরাম ভাসিয়েছো বুক।
ভালবাসি যদি ধরা দেবেনা
ঘৃণাতেও দুঃখে মন করবে ভারী,
এ কেমন আচরণ বুঝিনা আমি
যুগেযুগে তুমি
অচেনাই রয়ে গেলে নারী!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।