আমাদের কথা খুঁজে নিন

   

একজোড়া যুবকযুবতী উপযুক্ত স্থান না পেয়ে

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

অতি সরল ও পবিত্র দুই যুবকযুবতী হঠাৎ প্রেমে পড়ে গেলো, আর তারা পাপ করতে প্রাণান্ত হয়ে উঠলো। অতি সরল মানে বোকা, যে কোনোদিন উপযুক্ত স্থান খুঁজে পায় না। অতি পবিত্র বলা যায় তাকে, যার গাত্র অদ্যাবধি সঙ্গমের স্বাদ পায় নি, অথচ বহ্নিমান শরীরে ইচ্ছেরা টগবগে যুগলেরা সুনিবিড় স্থান খোঁজে- বাড়ির ছাঁদে, সেখানে দিনভর হৈচৈ জঙ্গল খোঁজে, বিরান শহরে জঙ্গল কোথাও কি আছে? পার্কে যেতে হলে যতোটুকু চাতুর্য্যের প্রয়োজন, ওদের তা নেই ওরা 'প্রসিদ্ধ' হোটেলে যাওয়ার কথা ভেবেছিল কিছুদিন। যে হারে পুলিশের হানা পড়ে আজকাল, হাতকড়া সমেত পত্রিকার পাতায় বিমর্ষ ও লজ্জিত ছবির কথা ভাবতেই ভয়ে শিউরে উঠেছিল গা। ট্রেনের কামড়ায়, স্টিমারের কেবিনে, .... কোথাও একটা পোড়ো বাড়ি যদি মিলে যেতো! সুবিশাল বাড়িটা একদিন জনশূন্য হয়ে যেতো যদি, ওরা বিলকুল ঘটিয়ে ফেলতো পাপ- কৃতার্থ পাপীর মতো শেষমেষ সেই কাজটাই করতে হলো : রণে ভঙ্গ। কিছু একটা ক্ষতি তো হলোই, লাভ হলো অনেক বেশি ওরা রয়ে গেলো আবাল্য সরল, আর আশরীর অপঙ্কিল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.