আমাদের কথা খুঁজে নিন

   

একজোড়া চোখ

প্রনয় পরিচয়

এক জোড়া চোখ তোমায় অনুসরনে রত, অবিরত খোজে অবয়ব তোমার হৃদয়মাঝে তোমার ছায়াচিত্র, ভাষাহীন কিন্তু লাস্যময়ী । সদা সে ব্যস্ত অনাহুত আবেগের দহনে পোড়াতে আমার নিস্পলক চোখ। এক জোড়া হাত তোমার ধাবিত আর কারো পানে, এইখানে প্রবল আকর্ষন মেহেদীর রঙে। অবাধ্য আমার হাত ছুতেচায় অধর তোমার। চায় স্পর্শের আদর ,শীতলতার জোৎøা মাখা নদীর জল যেমন ছড়ায় সুখের চাদর তেমনি করে। দেহভারে কান্ত একজোড়া পা দুরে চলে যায়, পায় সে ধূলার পরশ অবিরাম তবুও !তবুও একটিবারের জন্য থামতে চাই বলতে চাই, সর্বনাশী তোমার একজোড়া চোখ বিবাগী শুধু বিবাগী করেছে আমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.