আমাদের কথা খুঁজে নিন

   

একজোড়া জোকস্ (১৮+)

সুদুরে সকালের ডাক শোনা যায়, ভোরের লাল আভার পরেই শুভ সকাল

একঃ এক ভদ্রলোকের পেটে সমস্যা। খাওয়ার পর তার পেটে ব্যাথা হয় এবং খুব ইয়ের বেগ আসে। পেটের ব্যাথা বাড়তে বাড়তে এমন অবস্থা যে, পেটের ব্যাথায় রাতে তার ঘুম ভেঙ্গে যায়। বাধ্য হয়ে সে ডাক্তারের কাছে গেলো। ডাক্তার তার সব কথা শুনে বললেন, “ভয়ের কিছু নেই অষুধ দিয়ে দিচ্ছি।

অসুধ গুলো খাবেন আর আপাতত দুধ খাওয়া বন্ধ রাখবেন। ” ডাক্তারের কথায় রোগী ভদ্রলোক খুবই বিব্রত ও লজ্জা পেয়ে কোন রকমে ডাক্তারকে বলল, “ওটা আমি এমনিই খাইনা, অমি অবিবাহিততো। ” দুইঃ একলোক অসুস্থ্য হওয়ায় তার ওয়াইফ তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার রোগীর ভাষ্য শুনে বললো কোন সমস্যা নেই শরীর একটু দূর্বল কোন অষুধ দিলাম না, শুধু এই ভিটামিন তিনবার খাওয়ার পরে খাবেন আর রাতে ঘুমবার আগে দুধ খাবেন। এ কথা শুনে রোগীর ওয়াইফ বলল, “কি আর বলবো ডাক্তার সহেব, আমিতো রোজই খাইতে কই কিন্তু সেতো খায়না; নেড়ে চেড়ে রেখে দেয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.