আমাদের কথা খুঁজে নিন

   

শুধু জামাত শিবির নয়, সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে... ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়...

বাংলাদেশ তোমায় ভালবাসি...। আজ কয়েকটি পত্রিকা পড়ে হতাশ হলাম। জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হবেনা তবে বিচার হবে। কি বিচার হবে, কিভাবে বিচার হবে আর কেই বা করবে এই বিচার? ১৯৭১ সালে যে প্রতিজ্ঞা নিয়ে যুদ্ধ হয়েছে তা ছিল "মুক্ত যুদ্ধ", ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ। শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, এটা ছিল সামগ্রিক মুক্তির যুদ্ধ।

অর্থনৈতিক মুক্তি, সাম্প্রদায়িকতা থে মুক্তি, জঙ্গিবাদ থেকে মুক্তি, মৌলবাদ থেকে মুক্তি ইত্যাদি। দেশ স্বাধীন হয়েছে বটেই কিন্তু মুক্তি হয়নি। স্বাধীন হয়েছে সবার জন্য, ঐসব মৌলবাদদের জন্য যে দেশটা "স্বাধীন চারনশালা"। এ স্বাধীনতা বাঙালি জাতী চায়নি। ।

স্বাধীনতার ৪২ বছর পরেও আমরা মুক্ত হতে পারিনি। বাংলাদেশ সব ধর্মের মানুষেরই দেশ। সেখানে রাষ্ট্র ধর্ম বলে কিছু থাকার কথা নয়। স্বাধীনতার পর সংবিধানে এটা ছিলনা। পরবর্তীতে ক্ষমতার পালাবদলে নিজের স্বার্থে বিভিন্ন দল বিভিন্ন ভাবে সংবিধানকে পরিবর্তন করেছেন।

সংবিধান তো কোন পাঠ্যবই নয়, যখন তখন নিজের স্বার্থে পরিবর্তন করা যাবে। কিন্তু দুখের বিষয় আমাদের দেশের রাজনৈতিকরা এটা করেছেন, নিজের স্বার্থে ব্যবহার করছেন। যে সংবিধানের শুরুতে "বিসমিল্লাহির রাহমানির রাহিম" কিন্তু ইসলামিক আইনও নেই সংবিধানে। তাহলে কেনই বা রাষ্ট্র ধর্ম "ইসলাম" রাখা হলো, সংবিধানের শুরুতেই বা কেন "বিসমিল্লাহির রাহমানির রাহিম" দিয়ে শুরু করা হলো। রাজনৈতিকরা আবার কেনই বা ধর্মনিরপেক্ষতা নিয়ে গলা ফাটাচ্ছেন।

বিষয়টা এমন যে নিজের ভাঙ্গা ঢোল নিজেই বাজাচ্ছেন। সব ধর্মের মানুষের দেশ বাংলাদেশ। এখানে যে যার ধর্ম নিজের মতো করে পালন করবে এটাই কাম্য। সব কিছুর ঊর্ধ্বে মানব ধর্ম। মানবিকতা না থকলে মানুষ হওয়া যায়না, আর মানুষ না হলে তার আবার ধর্ম কিসের।

ধর্মান্ধ হয়ে, ধর্মের নামে ব্যবসা করতে গিয়ে যারা মানুষ খুন করে, রগ কাটা, দেশের সম্পদ নষ্ট করে তাদের আবার ধর্ম কিসের?? এরা ধর্ম রক্ষা নয়, ধর্মের নামে ধর্মের গায়ে কালিমা লেপন করছে। সম্প্রতি দাবি উঠেছে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সরকারও এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে আবার তালবাহানাও করছে। কিন্তু জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হবে ?? হবেনা ...... ধর্ম নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে, ব্যবসা করতে না পারে এজন্য যথাযথ আইন করে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে। তা না হলে একটি দল নিষিদ্ধ করলে তারা আবার অন্য নামে একই ধরনের কার্যক্রম শুরু করবে।

এক্ষেত্রে সরকারের কিছুই করার থাকবেনা। তাই দাবি তুলুন-- "সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে, ধর্ম নিয়ে রাজনীতি নয়" ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.