আমাদের কথা খুঁজে নিন

   

সাংস্কৃতিক প্রতিবাদ জানাচ্ছি...

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

রনি কোলকাতা কালকে যে কথাগুলো বলার সাহস পেল তার জন্য অনেকাংশে আমাদেরও ভুমিকা আছে। সরকারি এবং আমাদের অনেক কার্যকলাপে সেটা প্রকাশ পায়। ১। দুই দেশের বাণিজ্য ঘাটতি এত বেশি যে রীতিমত আকাশ-পাতাল ব্যবধান। ২।

আমাদের চারপাশে ওদের এ্যাডভার্টাইজমেন্টে আমাদের কান খোলা রাখা দায়, কিন্তু আমরা কতটুকু পাই ওদের দেশে? ৩। আকাশ সংস্কৃতির আগ্রাসন আমরা রুখতে পারিনি ওদের ক্ষেত্রে, ওরা কিন্তু ঠিকই পেরেছে, আমাদের কয়টি প্রোগ্রাম ওরা দেখে? কিছু কালচার খুবই প্রীড়াদায়ক, মানুষের পছন্দ/অপছন্দ সম্পূর্ণ ব্যাক্তিনির্ভর, কিন্তু বেশিরভাগের একরকম কেন? ঈদের সময়, কারো বিয়ের সময়, দেখুন তো সবচেয়ে বেশি বাজে কোন ভাষার গান? কোন দেশি সিনেমার গান? আমি আবার বলছি, পছন্দ যার যার ব্যাক্তিগত, কিন্তু আর কত? বাংলায় কি ভাল গান নেই যা আনন্দ উৎসবে বাজানো যায়? আমরা কি পারিনা আমাদের এই অভ্যাসগুলো পাল্টাতে। যাই হোক, আমি ত্যাগ করলাম আমার পিসির সব হিন্দি গান (১৭টা ছিল, ওপাড় বাংলার কিছুই ছিলনা), আর দরকার নেই এই সাংস্কৃতিক সৌহার্দের। আগে দুই দেশের ন্যুনতম যতটুকু ব্যবধান থাকা দরকার টা আসুক তারপর দেখা যাবে। কারো কাছে হাস্যকর মনে হতে পারে, নো প্রবলেম, হাসুন।

ভাল কথা, লক্ষণ দেখে মনে হচ্ছে ঐ ব্লগার এখনো আছে সামহোয়ারে। আরেকজন ব্লগার অরনঝ নাম, তার উসকানিমূলক কমেন্টগুলোও ভাল লাগছেনা। ইনডিয়ার শক্তিমত্তার এ্যাড করার ওরা কারা? আগের এমব্যাসেডর (পিনাক) কি এদের সোল এজেন্ট রেখে গেছে? এদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখছি, আমাদের সব এত খারাপ, কেন আসেন আমাদের সাইটগুলোতে ব্লগ করতে? কি দরকার আমাদের সাথে এসব বড়াই দেখিয়ে? সামনে দাদা/দাদা করে মুখে ফেনা তুলে ফেলেন আর পেছনে বর্ডারে এসে হামলা চালান, এই মানসিকতাগুলো পাল্টান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.