আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার সাংস্কৃতিক বৈচিত্র

পাখি পর্ব চলছে

ছবি : শাঁখা তৈরিতে মগ্ন পুরান ঢাকার একজন শাঁখা শ্রমিক ফটোগ্রাফার : মুমিত শাঁখারী : প্রচলিত কাহিনী অনুসারে, শাঁখরী সম্প্রদয়ের লোকজন ভারতের কর্ণাটক থেকে আসেন রাজা বল্লাল সেনের সাথে বিক্রমপুরে (মুন্সিগঞ্জ)। জেমস ওয়াইজ জানাচ্ছেন, ১৭ শতকে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা লাভ করলে তৎকালীন শাসকরা তাদের নিষ্কর জমি দেয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসেন। তখন থেকে তারা পুরান ঢাকাতেই বসবাস করছেন। এরা মূলত পেশাজীবী। শঙ্খ কেটে বিশেষ প্রক্রিয়ায় শাঁখা প্রস্তুত করা, শাঁখার আংটি এবং বিভিন্ন ধরণের ডেকরেশন পিস তৈরি করার জন্য পুরান ঢাকার শাঁখারীরা প্রসিদ্ধ। এরা শঙ্খ আনেন শ্রীলঙ্কা থেকে। পুরান ঢাকার শাঁখারী বাজারের ছোট ছোট খুপরি ঘরে একসাথে তিন/চার জন বসে শাঁখা তৈরি করেন তারা। এই খুপরি ঘরগুলোতে প্রাকৃতিক আলোর স্বল্পতা হেতু সারাদিন তাদের মাথার উপর জ্বলে ইলেকট্রিক লাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।