সূর্য আমি, ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব, তবু ধরণীর তরে চিহ্ন রেখে যাব। আমার এক কলিগ সাথে প্রায়ই আমার তর্ক বাধে। কারন সে নাস্তিক আমি আস্তিক।
আজ সে আমায় একটা প্রশ্ন করেছে যার উত্তর আমার জানা নেই। আমি ব্লগের সকল মুসলিম ভাইদের কাছে উত্তরটি জানতে চাচ্ছি।
ওনার কথা মতে মহান আল্লাহ তায়ালা নাকি সবই পারে শুধু একটা জিনিসই পারেনা (অস্তাগফিরূল্লাহ)। আমি জানতে চাইলাম কি? সে বলল , তোমার মতে যদি আল্লাহ তায়ালা যদি সব কিছুর সৃষ্টিকর্তা হয়ে থাকে তাহলে সে চাইলেই বান্দাকে তার সৃষ্টির বাহিরে বিতাড়িত করতে করতে পারবে না। মানে সে তার সৃষ্টির বাহিরে কাউকে নিতে পারবে না। তাহলে কি আল্লাহ তায়ালা এই ব্যপারে অক্ষম?
আমি তার কাছে উত্তরটির জন্য দুদিনের সময় চেয়েছি। আশাকরি সাহায্য করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।