বাড়ীর বাইরে এই প্রথম ঈদ। শিক্ষাজীবনে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছিলাম। মা বাবা ছেড়ে কখনো ঈদ হয়নি। আজ প্রথম। ঈদটাকে আমার কাছে নিরানন্দের নিরামিষ ঈদ মনে হচ্ছে।
কোন মাইকিং নেই। বিরাট গরু ছাগলের হাটের কোন পোষ্টার নেই। অনেক বাজার দেখে পছন্দের পশু কেনা হয়নি। কোন বাজারে কত বড় গরু উঠে ,দাম কত হাকে,তা জানা হয়নি।
আজ ঈদ ।
অতীতের সব স্মৃতি মনে পড়ছে। জানিনা এই আনন্দ আবার কখনো আসবে কিনা। ঈদের দিন মানেই অনেক ঈদ সালামী। আত্নীয় স্বজন সবার বাড়ীতে যেতাম। অনেক মজার খাবার খেতাম।
বাড়ীতে পড়তে বসার জন্য এই একটি দিন কেউ বকাবকি করতোনা। নিজের মত করে চলতাম। বিকেলে ক্লাবে সকল বন্ধুদের সাথে দেখা হত।
আজ সে সবের কিছু নেই। কোরবানী দিতে একটি হালাল মিট দোকানে গেলাম।
বললাম নিজ হাতে কোরবানী করতে চাই। দোকানী বললো ,নিজ হাতে কোরবানী করার ,কোরবানী দেখার সুযোগ নেই। অর্ডার দিলে আমরাই আপনার নামে কোরবানী করবো। আপনি শুধু পে করলেই চলবে। আমরা সব কাজ শেষ করে আপনাকে জানাবো।
আপনি এসে গোশত নিয়ে যাবেন। দু:খের সাথে অর্ডার দিয়ে প্রস্থান করলাম।
এখানে মসজিদে প্রথম জামাতে নামাজ পড়লাম। নামাজ পড়ে দেশে কোলাকুলি হত প্রায় সকল মুসল্লীর সাথেই। এখানে আমি নতুন ।
হাতে গোনা পরিচিতজনদের সাথে বুক মিলিয়ে শেষ করলাম এই পর্ব। স্মৃতি রোমন্থনের মধ্য দিয়েই শেষ করতে হবে জানি। বাসায় এসে চোখ বন্ধ করে ভাবছি তাদের কথা,যাদের অপরিসীম ভালবাসায় আমার পথচলা,যাদের অনুপ্রেরণায় আমার এতদুর আসা,আজকের একাকী মুহুর্তে তাদের প্রতি অন্তরের গহীন কোন থেকে সালাম ও ঈদ মোবারক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।