ওয়াসিকুজ্জামান অনি
তোমার চোখে জল এসেছে
গড়িয়ে পড়ছে স্ফটিক সদৃষ জলের ফোটা
আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি
তুমি নিরবে কাদছো
জানালার পাশে বসে
এলো চুলে এই অবেলায়
কেদে কেদে আমার অপেক্ষায়
তুমি ক্লান্ত হয়ে পড়েছো
আমি দিব্যচোখে দেখতে পাচ্ছি
তোমার চোখে জল
তোমায় ছেড়ে আমারো কি
ভালো লাগে বলো
ছেলেমেয়ে দুটোকে কত্তদিন দেখিনা
নাজানি কত্ত বড় হয়েছে
আমার কথাকি ওরা
মনে করতে পারে
আরবের কোন মাঠে ঘাটে
মেষ চরাতে চরাতে
কান্নায় আমারো গলা ভারী হয়ে ওঠে
বুক ভরে ওঠে হাহাকারে
আর মাত্র কটা দিন
তারপরই আমি আসছি
তোমার জন্য, তোমাদের জন্য
স্বচ্ছলতার জীয়নকাঠি নিয়ে
আর যাবোনা ফিরে
অনেক হয়েছে
দেশে যে আমার প্রান পড়ে আছে
তোমাদের ঘীরে
(বানান ভূল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।