সত্য বল সুপথে চল, ওরে আমার মন ...
মানুষ প্রাণীর প্রাণী ভক্ষণের বৈধতা----কে দিয়েছে?
মানুষ প্রাণী বলবে, আল্লাহ, ঈশ্বর, ভগবান, যীশু, বুদ্ধ, সৃষ্টিকর্তা, আরো কত কি?
যার যার তরিকানুসারে বলতে থাকবে।
আসল কথা হল---এই মানুষ প্রাণী তার চেতনার কারণে সে অন্যান্য প্রাণী থেকে বেশী বুদ্ধিমান।
তাই সে নিজে মহৎ পরিচয় দেয়ার জন্য অন্যের হুকুমকে কাজে লাগায়।
আর অন্য প্রাণিকে খাওয়ার জন্য এই ফতোয়া কার্যকারী ভূমিকা পালন করছে।
বুদ্ধিমান প্রাণী তার চেয়ে কম বুদ্ধি সম্পন্ন প্রাণীকে শোষণ করার জন্য ধর্ম ও তার প্রবক্তাগণকে আবিস্কার করে নেয়।
যা একবিংশ শতাব্দীতেও হরদমে চলছে।--------লজ্জার কথা বলবো কার কাছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।