এক জন পুরুষ যতই সাহসী ও শক্তিশালী হোক না কেন তার জন্য একটি নারীই যথেষ্ট্য।
পঁচিশ লাখ মুসলমান এবার হজ করছেন।
লাব্বায়েক-আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত মক্কা
মক্কা, ২৬ নভেম্বর (আরটিএনএন ডটনেট)-- আজ ৮ জিলহজ পবিত্র হজ্জ। আল্লাহর নৈকট্য ও পাপ মুক্তির আশায় আরাফাতারে ময়দানে লাখো মুসলমানের কন্ঠে উচ্চারিত হবে ‘লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক। ’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।
’
গতকাল ৭ জিলহজে মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শেষে আজ ৮ জিলহজ সকালে আরাফাত ময়দানে হাজির হয়েছেন বিশ্বের প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। বুধবার থেকে হজ্জের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজ যোহরের নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে খুতবা পাঠ করবেন মক্কার গ্রান্ড ইমাম।
এরপর যোহর ও আসরের নামাজ শেষে সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র ময়দানে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকবেন মুসল্লিরা। সূর্যাস্তের পর রওয়ানা হবেন পাঁচ কিলোমিটার দূরে মুজদালিফার দিকে।
সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করবেন। রাতে তাঁরা সেখানে খোলা মাঠে অবস্থান করবেন এবং শয়তানকে পাথর মারার জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করে ফজরের নামাজ পড়ে মিনায় ফিরবেন। মিনায় এসে হাজিরা যামারা সেতুতে দাঁড়িয়ে শয়তানকে পাথর ছোড়ার পর কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে বা ন্যাড়া হয়ে গোসল করবেন।
পরে মিনা থেকে মক্কায় গিয়ে হাজিরা পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন, সাফা-মারওয়ায় সাঈ (দৌড়ানো) করবেন। সেখান থেকে তাঁরা আবার মিনায় ফিরে এসে আরো দুই দিন অবস্থান করে হজের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করবেন।
মিনার কাজ শেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর হজ্জের পুরো আনুষ্ঠানিকতা শেষ হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও বিভিন্ন দেশের প্রায় পঁচিশ লাখ মুসলমান এবার হজ করছেন। বাংলাদেশ থেকে এবছর ৫৮ হাজারেরও বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরব এসেছেন। এঁদের মধ্যে আট হাজার ২১৬ জন সরকারি এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় ৩০টি মোয়াল্লেমের অধীনে এসেছেন। বাংলাদেশের একটি হজ প্রতিনিধিদল সৌদি আরবে অবস্থান করছে।
বাংলাদেশী হাজি ও হজ্জ বিষয়ক তথ্য জানা যাবে http://www.hajj.gov.bd.-এই ঠিকানায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।