ওই? ওই ? ওই ? কই গেলা কই?? এই দিকে আস , ন্যাঁকা মুখে হাস । কেন দাও হাসির ঝামটা ? সইতে পারিনা । ছিড়ে যায় ভিত্রের, লাগামটা । ফোনে ফোনে প্রেমালাপ , ক্যচাল মার্কা সংলাপ । -কি কর সোনা চাঁদ ? -খাইতেছি । -টমেটুর ক্যাচাপ । খাবা নাকি তুমি ময়না ? -না । -ইকটু ?? -না ! না !! না !!! ইতান কিতান কথান ?? তুমি না খাইলে পরাণে সয়না !! এই ভাবেই রাত শ্যাষ !! জমেছিল বেশ বেশ ! ফোন অপারেটররা বেশ ভাল !! পঁচিশ পসায় প্রেম চলে রাইত যখন আন্ধার কালো !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।