ভালোবাসলে
আজম মাহমুদ
তুমি যখন চলে যাওয়ার কথা বলো জল ছলছল চোখে
আমার তখন একটুও খারাপ লাগে না- একটুও
লাগেনা ভয়।
কেননা আমি নিশ্চিত জানি চলে যাওয়া মানে
ফিরে আসার শুভসূচনা।
ফলে তোমার চলে যাওয়ায় কখনও বাধা দেওয়ার
বিন্দুমাত্র চেষ্টা করিনি কোন দিন।
বরং সত্য হচ্ছে এই- ভালোবাসলে
বারবার চলে যেতে হয়, মাঝে মাঝে
জলে ভেসে ভেসে পানসী নৌকার মতো
নিরুদ্দেশ হতে হয়, তারপর ফিরে
আসার প্রশ্ন মাটিতে কিংবা হৃদয়ে।
এভাবেই আমি নিজেকে গড়েছি
আজ তোমার মরে যাওয়ার প্রসঙ্গেও কোন
ভীতি উৎপন্ন হয়না, কারণ জানি এটাও
ভালোবাসলে- মৃত্যুও উৎসব, ফিরে পাওয়ার
দুরন্ত সাধ পূরণের প্রথম পদক্ষেপ মৃত্যু।
তারপর হাজার তারায়, হাজার কথায়
হৃদয়ের অযুত পাতায় ফিরে আসবেই।
ভালোবাসলে হারানোর কোন ভয়ই নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।