সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
যে দিন তোমাকে আমি না বলেছিলাম
সেদিন আকাশে অর্ধেক চাঁদ ছিলো
সে চাঁদটা আর কোন দিন বৃত্ত হতে পারেনি।
তোমার দুঃখে আমার কোন কষ্ট নেই
আমার দুঃখে আমার কোন কষ্ট নেই
কিন্তু বিশ্বাস করো
চাদের দুঃখে আমি
আর কোন দিন ঘুমাতে পারিনি।
শত ক্রোশ দৌড়েও
এ্রখন আর বৃত্তের বাইরে যেতে পারছি না।
বৃত্তময় একটা জীবন দিয়ে
কোন মেঘের আড়ালে তুমি লুকিয়ে আছো?
আমার ঘুম ফিরলেই দেখবে
চাঁদ হয়ে গেছো তুমি
আমি হয়ে গেছি কষ্ট
আমার নাম হয়ে গেছে কষ্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।