আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় ইনডেমনিটি বাতিল হলে কেন প্রথমটা নয়???

বড্ড ক্ষুধা লাগছে।

দেশের "প্রথম ইনডেমনিটি" আইন করা হয়েছিল বঙ্গবন্ধুর সরকরের সময়। যা তদানীন্তন "রক্ষীবাহিনী"-কে সকল প্রকার হত্যা ও অন্যায় কাজ থেকে দায়মুক্তি দিয়েছিল। এবং "২য় ইনডেমনিটি" আইন করে সাবেক সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমদের সরকার । যা মুজিব হত্যার খুনীদের দায়মুক্তি দেয়।

শেখ হাসিনার সরকার ২য় ইনডেমনিটি বাতিল করে এক মহান দায়িত্ববোধ থেকে। মুজিব হত্যার খুনীদের বিচার করার জন্য। ফাইনাল রায় হয়ে গেছে। খুনীদের ফাসি হবে। আমরা সবাই খুশী।

২য় ইনডেমনিটি একজন নাগরিকের মানবাধিকার হরণ করেছিল। কিন্তু দেশের "প্রথম ইনডেমনিটি" কি নাগরিকদের মানবাধিকার হরণ করে নাই? "রক্ষীবাহিনী" যে সকল প্রকার হত্যা ও অন্যায় কাজ করেছিল তার বিচার করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার সরকার কি পারবে "প্রথম ইনডেমনিটি" বাতল করে "রক্ষীবাহিনী"-কে কাঠগড়ায় দাড় করাতে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.