মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
বাসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুজিব হত্যার বিচারের রায় কার্যকর করার পাশাপাশি সকল রাজনৈতিক হত্যার বিচার হওয়া জরুরি।
একটি গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সরকার যেমন জনগণ দ্বারা নির্বাচিত হয়, তেমনি সে সরকারের পরিণতিও জনগণই নির্ধারণ করে। কিন্তু, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সংঘটিত সরকার পরিবর্তনের সাথে জনগণের কোন সম্পর্ক ছিল না। এ কারণেই ইতিহাসের এক জঘন্য হত্যাকাণ্ড হিসেবে দেশবাসী এর বিচার দাবি করে আসছিল।
গতকাল সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে জনগণের ওই দাবি বাস্তবায়ন হল। সেদিন বেশি দূরে নয় যেদিন ওই রায় বাস্তবায়িত হবে। কিন্তু এদেশে গত ৩৮ বছরে আরও বহু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ¯^v‡_© সেইসব হত্যকাণ্ডেরও সুষ্ঠু বিচার হওয়া জরুরি। ২০ নভেম্বর বাসদ ঢাকা মহানগর শাখার প্রথম সম্মেলন উপলক্ষ্যে মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
বাসদ ঢাকা মহানগর শাখার সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবদুল্লাহ সরকার, কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড রাজেকুজ্জামান রতন ও সাইফুর রহমান তপন।
বক্তারা বলেন, এ দেশে সবচেয়ে বড় হত্যাকাণ্ড ঘটেছে মুক্তিযুদ্ধের সময়। তারও বিচার আজ পর্যন্ত হয়নি। বর্তমান সরকার ওই হত্যাকাণ্ডের হোতা হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু জনগণ তাদের তৎপরতা দেখে এ ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারছে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারও করতে হবে।
বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্য-আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ লুটপাট বন্ধ, শ্রমিকের নিন্মতম মজুরি ৭০০০ টাকা, পে-কমিশন এর বৈষম্য দূর করা এবং নগরজীবনের সমস্যা দূর করতে হবে।
সমাবেশের আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাসদ আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান। এর পর একটি সুসজ্জিত র্যালি নগরীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।
শেষে গত ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত কাউন্সিলে নির্বাচিত কমরেড বজলুর রশীদ ফিরোজকে আহ্বায়ক ও কমরেড জুলফিকার আলীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাসদ ঢাকা মহানগর শাখার নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।