আমাদের কথা খুঁজে নিন

   

মার্টিন লরেন্স এর মুভি (national security)


মার্টিন লরেন্স এর খুব বেশি মুভি আমি দেখিনি। যেগুলো দেখেছি তার মধ্যে ভাল লেগেছে NATIONAL SECURITY, এবং BLUE STRICK মুভিটি। NATIONAL SECURITY মুভি টি অনেকটা কমেডি আর এ্যাকশন মিলিয়ে তৈরি করা হয়েছে। Steve Zahn এখানে পুলিশের সদস্য থাকে। সে খুবই দায়িত্ববান পুলিশ অফিসার।

দায়িত্ব পালন কালে তার পার্টনার মাফিয়াদের গুলিতে মারা যায়। সে তার সহযোগির হত্যাকারীদের খুজে বের করতে চায়। অন্যদিকে মার্টিন লরেন্স নতুন পুলিশে যোগ দেয়। সে মনে করে সবাই কালোদের ঘৃনা করে। তাই কনো কিছু হলেই সে তার সভাবসুলভ কথা বার্তার মাধ্যমে বুঝাতে চেষ্টা করে যে কালো বলেই তার সাথে এমন করা হচ্ছে।

সে হাস্যকর সব কাজ করে বেডায়। ঘটানা ক্রমে তাদের দুজন একসাথে হয় এবং খুজে বের করতে চেষ্টা করে Steve Zahn এর পার্টনারের হত্যাকরীদের। এভাবেই চলতে থাকে মুভির কাহিনী। মজার অনেক দৃশ্য আছে মুভি টি তে। সময় পেলে দেখবেন মুভিটি।

BLUE STRICK মুভিটির লিংক খুজতেছি। পাইতেছি না। কারো জানা থাকলে আওয়াজ দিয়েন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।