.... প্রয়োজন নেই পৌরাণিক ঈশ্বর
মানুষের কোন অনুভূতি কমে গেলে ডাক্তারের কাছে যায়। ক্ষুধামন্দা হল ক্ষুধা অনুভব না করা, ব্যাপারটা নিঃসন্দেহে বিপজ্জনক, আপনি জানবেনও না যে আপনার খাওয়া প্রয়োজন অথচ আপনার শরীর জ্বালানির অভাবে শেষ হয়ে যাবে। আমার এক বন্ধু ছিল সে বিপরীত কিংবা সমলিঙ্গের কারো প্রতি আকর্ষণ বোধ করত না, দিনে একবার হস্তমৈথুন করেই তার বেশ চলে যেত। কেউ কেউ আছেন যারা ব্যথা অনুভব করেন না, তারা যান স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে...
আমার সমস্যাটা এদের কারো সাথেই মেলে না, আমি সম্প্রতি খেয়াল করেছি মানুষের মুখে মুখে, ব্লগের পাতায় পাতায় ধর্মীয় অনুভূতি বলে একটি অতিসূক্ষ্ম অনুভূতির কথা। কিন্তু অদ্ভুত হলেও সত্য আমার মাঝে এ জাতীয় কোন অনুভূতি কাজ করছে না। আমি কি করব সেটা বুঝতে পারছি না, অতি দ্রুত কোন চিকিৎসকের কাছে যাওয়া দরকার কিন্তু তাঁকে খুঁজে পাচ্ছি না।
আছেন নাকি কেউ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।