আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----
সরকারের নতুন বেতন কাঠামো ভড় করেছে - বাড়িওয়ালাদের উপর।
একলাফে বেড়ে গেল-২০০০!!!
গত বছর আমার বাড়িওয়ালা আমাকে বলেছিল - প্রতিবছর ৫০০ করে বারবে। হুম! তখনতো আর তিনি জানতেন না - সরকারের নতুন বেতন কাঠামোর খবর। এখন তিনি বলছেন গত বছরের কথা বাদ-দেন!! হায়! আমার মত বেসরকারি মানুষের কি হবে? সরকারের কি এতে কিছুই করার নেই? অর্থ-মন্ত্রী কি এটা বিবেচনা করেন নাই? এর সমাধান কি?
সরকারের অনেক মন্ত্রীদের ঢাকায় বাড়ি আছে, সেই বাসাগুলোতে কি ভাড়া বাড়ানো হয় নাই? জানতে ইচ্ছে করে। আরও জানতে ইচ্ছে করে অর্থ-মন্ত্রী এ ব্যাপারে কি ভেবেছিলেন?
আমার মত আপনারা অনেকে বাসা খুজছেন নাকি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।