আমাদের কথা খুঁজে নিন

   

প্যারাডক্স

www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর
পুরোনো কাঠের ঘর। স্যাঁতস্যাঁতে খোলা বারান্দা। ধীরপায়ে এগিয়ে আসা মধ্যরাতের কুয়াশা। আর তোমার নির্জলা বেতের ইজিচেয়ারখানি। বন্ধ দরজা।

রুদ্ধ দরজা। তোমার কাছে চাবি নেই। তুমি তাই দুলছো। বেতের ইজিচেয়ারে দুলছো তুমি। তোমার উষ্ণ শরীরে সূর্যবন্দী চাদর।

কুয়াশাচ্ছন্ন শীতলতায় তোমার নিরুত্তাপ মানস। তুমি চাবিশূন্য এক অশরীরী। তোমার বৃদ্ধ ক্ষয়িষ্ণু কাঠ-ঘরের দরজাখানি বন্ধ। তুমি খোলা বারান্দায় দুলতে থাকা এক নির্লিপ্ত নির্বিকার সত্তা। তুমি এক ষ্টোয়িক বটে, তবে তোমার বুভুক্ষু উষ্ণ শরীর।

তোমার রক্তে ধীরলয়ে প্রবাহিত আদিম অন্তঃর্স্রাবী প্রাণরস। তোমার শিরায় শিরায় ধেয়ে আসা লিপ্সা। তোমার নিশপিশে আঙুল। শিরশিরে রোম। থকথকে লিবিডো।

আর তোমার সূক্ষ্ম অন্তর্জ্ঞান। প্রাজ্ঞতার ব্যঞ্জনায় আচ্ছাদিত মনীষা। উন্মোচিত রহস্যে হতাশ অবধারণ। আলোকোজ্জ্বল বোধশক্তি। এনলাইটেন্ড গ্রে-ম্যাটার।

তুমি এক প্যারাডক্স। তোমার দেহ চায় সঙ্গ। আর তোমার মন চায় একাকীত্ব। হাঃ হাঃ! তুমিই এক প্যারাডক্স!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.