আমাদের কথা খুঁজে নিন

   

আসামী নিজেই উকিল!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

আনোয়ার উদ্দিন মিথ্যা মামলা কাদে নিয়ে কোটে` নিরব দাড়িয়ে থাকেননি। আইনজীবী নিয়োগ করার মত টাকা না থাকায় থেমে বা ভেংগে পড়েননি। সাহস করে কোটে` আসা যাওয়ার ভিতরে আইন সম্পকে ধারনা নেন। এক সময় নিজেই মামলার শুনানীতে অংশগ্রহন করেন। জেরা, সাক্ষ্য, জবানবন্ধী, যুক্তি তক` করেন।

রেফারন্স দেন। নজির বের করেন এক এক করে। আজ মামলায় হেরে যাননি। বরং সবার সামনে বলতে পারেন আমি মামলায় জিতেছি। মিথ্যা মামলায় জয়ী হয়ে দেশ বাসিকে জানিয়ে দেন , সত্যের জয়, সত্যের জয় হবেই।

২০০৭ সালে জমির মামলা হয়েছিল আনোয়ার উদ্দিনের নামে। ( তথ্য সংগ্রহ: প্রথম আলো)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.