সাভারে সরকার দলীয় সাংসদের উপস্থিতিতে হরতালে নাশকতার মামলার আসামী নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মঈনুদ্দিন বিপ্লবকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দলীয় নেতা-কর্মীরা।
তবে এসময় সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সহ সাধারন সম্পাদক হাসিবুল ইবনে সাঈদকে আটক করা হয়।
আজ দুপুরে সাভার উপজেলা চত্ত্বর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভা থেকে বের হওয়ার সময় তাকে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের গাড়ী থেকে আটক করা হলেও পরে তাকে ছিনিয়ে নেয় বিএনপি দলীয় নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির নিয়মিত মাসিক সভা শেষে বাইরে বের হওয়ার সময় উপজেলা চত্ত্বর থেকে প্রথমে বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাসিবুল ইবনে সাঈদকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষন পরই বিএনপি দলীয় সাবেক সাংসদ সালাউদ্দিন বাবুর সহদোর সাভার উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন বিপ্লবকে আটকের চেষ্টা করলে তিনি দৌড়ে সরকার দলীয় সাংসদ ডা. এনামুর রহমানের সহায়তায় তার গাড়ীতে উঠে পড়ে।
এসময় পুলিশ তাকে ছেড়ে দিতে না চাইলে সাংসদের সাথে পুলিশের বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে দলীয় নেতা-কর্মীদের সহায়তায় গাড়ী থেকে নেমে পুলিশ বেষ্টনি থেকে দৌড়ে উপজেলা চত্ত্বর থেকে পালিয়ে যায় মঈনুদ্দিন বিপ্লব। এ
সময় পুরো উপজেলা চত্ত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই উপজেলা চত্ত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে হরতালে নাশকতার অভিযোগে ৫টি মামলা রয়েছে।
এছাড়াও অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।