আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলছাত্রী সুবর্নাকে (১৩) তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দেওয়া

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

৮ নভেম্বর ০৯ । । সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপড়া গ্রামের স্কুলছাত্রী সুবর্নাকে (১৩) তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। নওয়াপড়া গ্রামের সাধারণ মানুষ ও স্কুলের ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন_ এ গ্রামের আব্দুল আলিমের কিশোরী মেয়ে মেধাবী ছাত্রী সুবর্ণা খাতুনকে (১৩) তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সকলের বাঁধা উপেক্ষা করে কাজী ডেকে ২৭ বছর বয়সের যুবক একই গ্রামের মৃত খোকন সরদারের ছেলে বাবুর সাথে বিয়ে সম্পন্ন করেছে ।

যে ইমাম এই বিয়ে দিল_সে কিন্তু কোরান-হাদীসের নিয়ম মেনে দিয়েছে। তাহলে এখন আপনারা কি বলতে চান। সে কোরান হাদীস জানে না। অথবা এসব সত্য কথা বলার জন্য আমাকে নাস্তিক বলবেন? গ্রামবাসী আরো জানায় কাজীকে কেউ জোর করে আনেনি। বরং কাজী ওই গ্রাম বাসীকে বলেন মেয়ে মানুষকে য্ত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল।

পাপ কম হয়। এবার ব্যাখ্যা দেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.