সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-বরিশাল সড়কের লেবুখালী ফেরিঘাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনায় আহত মিতু (৭) লেবুখালী হাবিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার সাইফুল হাওলাদারের মেয়ে।
গুরুতর অবস্থায় মিতুকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান পটুয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জলি আক্তার।
এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দেড়ঘণ্টা পটুয়াখালী-বরিশাল সড়ক অবরোধ করেছে।
পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পটুয়াখালী-বরিশাল সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল দেড়ঘণ্টা বন্ধ থাকে। এতে ফেরিঘাটের দুপাড়ে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সাংবাদিক মো. মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে আসা দুই সংবাদকর্মীর একটি মোটরসাইকেল ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, “বিষয়টি শুনে আমি থানার ওসিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেছি।
”
সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুরের বিষয়টিও তিনি নিশ্চিত করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।