মঙ্গলবার দুপুরে বকশিগঞ্জ-জামালপুর সড়কের বাসকান্দায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত টুম্পা (৭) উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে বকশিগঞ্জ বাজারের সানরাইজ এডুকেয়ার একাডেমিতে প্রথম শ্রেণিতে পড়ত।
বকশিগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ভটভটিটি টুম্পাকে চাপা দেয়।
টুম্পাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
ঘটনার পরই চালক ভটভটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানান ওসি মোস্তাসিনুর রহমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।