জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । মুহাম্মদ সা: এর মতে মুসলমানের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত ?
* যখন কথা বলবে তখন সত্য বলবে ।
* যখন আমানত রাখা হবে তখন তার খিয়ানত করবে না ।
* সর্বদা সৎ কাজের পরামর্শ দিবে এবং অসৎ কাজে থেকে বারন করবে । ।
বাংলাদেশে আজকালকার মুসলমান যারা দাবী করে তাদের বৈশিষ্ট্য কি ?
* নিজস্ব মিডিয়া থাকতে হবে । যেমন : টিভি,পত্রিকা এইসব । যদিও ছবি তোলা ইসলামে নিষিদ্ধ ।
* রাজনীতি করতে হবে এবং বেশি ভালো হয় শিবির করলে ।
* ইসলামী ব্যাংকে একাউন্ট করতে হবে ।
যদিও ইসলামে সুদ এবং তার সমমানের সবকিছুই নিষিদ্ধ ।
* শেয়ার বাজারে শুধুমাত্র ইসলামী ব্যাংকের সাথে সংষ্লিষ্ট কোম্পানীগুলোর শেয়ার ট্রেড করতে হবে । যদিও ভার্চুয়াল কোন কিছুর পন্য হওয়ার উপযোগীতা ইসলাম স্বীকার করে না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।