আমার ব্যক্তিগত ব্লগ
স্কুলে থাকতে এক ম্যাডাম বলেছিলেন, "হিন্দুর বাড়ি, খ্রীস্টানের গাড়ি আর মুসলমানের হাড়ি। অর্থাৎ হিন্দু অর্থ জমিয়ে বাড়ি মানে ধন গড়ে তুলে, খ্রীস্টান আবার বাইরের চাকচিক্য দেখাতে পছন্দ করে মানে গাড়ি কেনে আর মুসলমান খেতে পছন্দ করে, গাড়ি বাড়ি হোক না হোক, খাওয়া ভাল হওয়া চাই"। কথাটা সত্যি না মিথ্যা সেটা নিয়ে গবেষনা করবো না। তবে আমার নিজের জন্য মুসলমানের কারবারে হয়তো মিল আছে। আর কিছু হোক না হোক খাওয়াটা ভাল হওয়া দরকার। টাকা পয়সার যত টানাটানিই চলুক, দামী জায়গার খাবার খেতে হবে।যা খেতে মন চায় তৈরি করার চেষ্টা করি। যেমনই হয় ভাল লাগে (মানে আমি বাদে আর কেউ সেটা খেতে পারে না)। মোটা হবার পূর্ব লক্ষন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।