আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালি মুসলমানের মন

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা বাঙালি মুসলমানের মন বড় অদ্ভূত। সে একই সাথে অনেক কিছু চায় । সে লিবারেলিজম চায় আবার ইসলাম চায়। সে ইংরেজি চায় আবার মাদ্রাসাও চায়। নারী চায়, হেজাবও চায়।

সূদ চায় আবার ইসলামিক ব্যাংকিং চায়। ঘুষ চায়, হজ্ব চায়। গীতবিতান, আমপারা,কোরান শরীফ,হারমোনিয়াম সবই তার ড্রইং রুমে চায়। তরুনী মুখো পাখাওয়ালা বোরাক, কাবা ঘর, তীর বিদ্ধ দুল দুল, শাহরুখ, মাধুরী,সালমান শাহ সব ছবির ই তার কাছে সমান কদর। মক্কা চায়, মুম্বাই ও চায়।

পিস টিভি চায়, স্টার প্লাস চায়, এইচবিও চায়। লাদেনকে বাহবা দেয়,গাদ্দাফিকে বাঘের বাচ্চা বলে(অবশ্য যতদিন তারা যুদ্ধ চালিয়ে গেছে,ধরা খাওয়ার পর নানান সমালোচনা শুরু হয়) । তবে পাত্র খোঁজে আমেরিকান গ্রীনকার্ডধারী। “দেশি মডেল” “হটি জোকস”পেইজে লাইক দেয় আবার “ইসলামিক লাইফ” পেইজে ও লাইক দেয়। ১৮ প্লাস পোস্ট এবং নবীজির স্মৃতি বিজড়িত স্থান সমূহের ছবি সম্বলিত পোস্ট দুটোতেই সমান হুমড়ি খায়।

বাঙালি মুসলমানের মন বোঝা সত্যিই কঠিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.