আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইল পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরামে তাদের প্রভাব সম্প্রসারণ করছে



একথা এখন স্পষ্ট যে মুম্বাই, দিল্লি ও উত্তর প্রদেশসহ বিভিন্ন স্থানে ইসরাইল তাদের তৎপরতা তুঙ্গে তোলার পর এখন পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম প্রভৃতি রাজ্যে তাদের প্রভাব সম্প্রসারিত করার লক্ষ্যে জোর চেষ্টা শুরু করেছে। ২০০৮ সালের জুলাই মাসের প্রথম দিকে ইসরাইলের রাষ্ট্রদূত মার্ক সোফার কলকাতায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকটির কথা নয়াদিল্লির ইসরাইল দূতাবাসই ফাঁস করে দিয়েছিল। তখন তারা বলেছিলেন, পশ্চিমবাংলায় ইসরাইলের বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং ইসরাইল ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক সম্পর্কে ইসরাইলি রাষ্ট্রদূত মার্ক সোফার বলেছেন, ‘ইসরাইলের সঙ্গে পশ্চিমবাংলার সহযোগিতার ক্ষেত্রে আরো যুক্ত হবে কৃষি,পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নত সেচের ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা’।

ইসরাইল যে ভারত পূর্বাঞ্চলের দিকে বিশেষভাবে নজর দিয়েছে তার আরেকটি প্রমাণ হলো, তারা দিল্লি দূতাবাস থেকে সম্প্রতি হিন্দিতে একটি ওয়েবসাইট খুলেছে। শিগগিরই বাংলাতেও ওয়েবসাইট খোলা হবে বলে জানা গেছে। ইসরাইল থেকে বাংলায় রেডিও সম্প্রচারের কথাও বিবেচনায় রয়েছে। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, পশ্চিমবঙ্গ ও আসামে বিনিয়োগের আড়ালে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ তার নেটওয়ার্ক বিস্তৃত করলে হিন্দু-মুসলিম সম্পর্কের ওপরও তার প্রভাব পড়তে পারে। কারণ ইসরাইল বিশ্ব জুড়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে স্থানীয় মিডিয়া, বুদ্ধিজীবী ও প্রশাসনকে ব্যবহার করতে সবসময়ই তৎপর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.