সুখীমানুষ
তোমায় না পাওয়ার এই ব্যাথাটুকুও
পাওয়ার চেয়ে সুখ,
ব্যাথা যত আছেগো আরো দাও
আমি ব্যাথা পেতে হয়ে আছি উন্মুখ।
হৃদয় যে হায় হৃদয় ওগো
পারেকি এতই করতে ধারণ!
বাড়ছে কেবল বিরহ বারিধি
চেয়ে চেয়ে দেখি তায় করি না বারণ।
আর জনমে পাবার আশা
কেবলই স্বাপ্ন জানি,
তবু এই সুখেতেই সকল শোক
নিচ্ছি পরাম সুখ মানি।
তাই না পাওয়ার এই ব্যাথাটুকু চাইনা হারাতে
আমি তারেই নিবো এই জনম ধরে
করে সুখের চেয়েও সুখ।
তোমায় না পাওয়ার এই ব্যাথাটুকুও
পাওয়ার চেয়ে সুখ।
৪-১১-০৯, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।