আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিন পর

স্বাধীনচেতা একজন মানুষ আমি। জীবনের সব ক্ষেত্রেই যে আমি সফল হয়েছি, তা সত্যি নয়, তবে ব্যর্থ হওয়ার সংখ্যাও খুব বেশি নয়।

অনেক দিন পর সামুব্লগে বসলাম। মাঝে কিছুদিন আমার নেট কানেকশানে গন্ডগোল হয়েছিল, কিছুদিন জিপি ইন্টারনেট ব্যবহার করেছি, আবার কিছুদিন পুরো অফলাইনে ছিলাম। তাই ব্লগে নিয়মিত হতে পারিনি।

এবার থেকে দেখা যাক, নিয়মিত হতে পারি কিনা। কিন্তু আমার এই সমস্যাটা তো একলা আমার সমস্যা না। সবার সমস্যা। অল্প খরচে ইন্টারনেট অনেকদিন ধরেই আমরা খুঁজছি। হাই-স্পীড ইন্টারনেট নেবার কথা তো আমরা মধ্যবিত্তরা ভাবতেই পারি না।

অথচ হাই-স্পীড ইন্টারনেট কিন্তু কোন বিলাসিতা নয়। নিতান্তই প্রয়োজনীয় জিনিস। একটা উদাহরণ দেয়া যাক। বাংলাদেশের তুলনায় সিঙ্গাপুরের (আমেরিকার উদাহরণ নাহয় নাই বা দিলাম) আয়তন প্রায় চার পঞ্চমাংশ। অথচ এই ছোট দেশটাতে প্রতিটি পরিবারেই কমপক্ষে দুটা করে গাড়ি আছে।

যে পরিবারে গাড়ির সংখ্যা ১টি, সেটা গরীব ফ্যামিলি (!!!)। এই গাড়ি কিন্তু বিলাসিতা নয়, দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, আপনি বলতে পারেন, কেন, আমাদের গাড়ি নেই বলে কি আমরা খেয়ে পরে থাকছি না? আমরা কি বেঁচে নেই? ............. আরে ভাই, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি, তখনো তো মানুষ বেঁচে ছিল। যখন চাকা আবিষ্কার হয়নি, তখন তো মানুষ হেঁটে হেঁটে দেশ-দেশান্তর পার হতো। কিন্তু তাই বলে কি আপনি এখনো........... ঠিক, আমি এটাই বলতে চাচিছ।

আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আজ আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি (আজ হয়েছে পদার্থ আর সিএসই, আসলে ভর্তি পরীক্ষাও সামুব্লগে আমার অনুপস্থিতির আর একটা কারণ)। সিএসই পরীক্ষার OMR Sheet-এর নিচে Security Checking-এর জন্য যে বাক্যটা লিখতে হয়েছে, সেটা হচেছঃ ইন্টারনেট বর্তমান যুগের সর্ববৃহৎ তথ্যভান্ডার। ভেবে দেখুন তো আজও আমরা এই বিশাল তথ্যভান্ডার থেকে কত দূরে................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।