আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত মৌলভীবাজার জেলার সুন্দর 'হামহাম' ঝরনা টি নাকি এখন বি এস এফ এর দখলে। Saif sham নামে একজন পর্যটক মার্চের ১৮ তারিখে সেখানে গেলে বি এস এফ তাদের বাঁধা দেয়। আমরা আমাদের দেশের কোথায় যাব আর কোথায় না যাব সেটা বি এস এফ বলার কে? দেশটা কি তাদের কাছে ইজারা দিয়েছি নাকি? মূল কাহিনী Saif sham এর জবানীতে শুনুন -- "আমরা নবীন নামের একজন গাইডকে নিয়ে গেছিলাম, আসলে আমাদেরকে তেমন কিছু বলেনাই বিএসএফ... নবীনকে ওরা জিজ্ঞাসাবাদ করসিলো যে আমরা দুইজন কোথাকার, কেনো এসেছি, এই সব... নবীনকে তারা এ ও বলে যে "তোমরা ইন্ডিয়ার জায়গায় কি করো ?? জাননা এটা ইন্ডিয়ার জায়গা ??" ঝর্ণার সামনে আমরা ২ জন গেছি, আর আমাদের বাকি ২ জন বিএসএফ এর কথা শুনে মাঝপথে থেমে যায়, আমরা হামহামে যাওয়ার সময় হামহাম থেকে ফেরত আশা অনেকের সাথে কথা বলি, তারা সবাই বলে যে বিএসএফ নাকি হামহাম দখল করে বসে আছে, তাদের কিছু লোককে নাকি বিএসএফ অনেক্ষন আটকিয়ে রাখে, বিএসএফ তাদের বলে "তোমরা বিজিবি ডেকেছো নাকি !!??, না ডাকলে বিজিবি ডেকে নিয়ে আসো" ব্যাপারটা সহ্য করতে না পেরে আমরা ২ জন যাই, দূর থেকে হামহামের সামনে ইন্ডিয়ার বর্ডার ফ্ল্যাগ দেখে একটু ভয় পাই, আমরা ২ জন থাকায় হয়তো আমাদের কিছু বলেনাই, শুধু তাদের দিকে ক্যামেরা নিতে নিষেধ করেছিলো..." তাদের তোলা ভিডিওটিতে দেখুন বি এস এফ তাদেরকে ছবি তুলতে নিষেধ করছে..... View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।