আমার আগের হেডিং টা সরাই দিছি
http://chapabazi.com এ কিভাবে চ্যাট করতে হয় তার একটা সংক্ষিপ্ত বিবরনি দিচ্ছি এখানে। যারা আগ্রহী তারা দেখে নিন:
১। প্রথমে আপনি যান http://chapabazi.com এ। সেখানে লিংক পাবেন
"রুমে ঢোকার জন্যে এই লিংকে ক্লিক করুন "
ঐ লিংক ক্লিক করবেন। তখন আপনি পৌছে যাবেন চাপ্পুর মেইন রুমে।
২। এ পর্যায়ে আপনি একজন গেস্ট হিসাবে ঢুকবেন।
বাংলায় টাইপ করার জন্য লাল রং এর বাটনে ক্লিক করুন। এরপর লেখার জায়গায় আপনি কোনো কিছু লিখুন
তারপর Enter বাটন চাপ দিলেই তা মেইন চ্যাট উইন্ডোতে চলে যাবে ও সবাই দেখতে পারবেন।
৩।
গেস্ট থেকে নিজের একটি নিজস্ব নাম বেছে নেবার জন্য লিখবেন:
/nick your_name
আপনি চাইলে এ পর্যায়ে বাংলায় ও নাম নিতে পারেন। তার জন্য যেটা করতে হবে সেটা হলো
/nick লিখে বাংলায় মুড বদলে আপনার পছন্দের বাংলা নামটি লিখতে হবে।
তখন পুরো কমান্ড টা দেখাবে /nick বাংলা_নাম
৪। তারপর Enter বাটন চাপ দিলেই আপনার নাম বদলে যাবে।
এভাবে আপনি চাপাবাজি ডট কম এ বাংলায় চ্যাট করতে পারবেন।
এরপরের পর্বে কিভাবে নাম রেজিস্টার করতে হয় তা নিয়ে লিখবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।