হেঁটে হেঁটে যতদূর চোখ যায়
-আমাদের দেশে কোন বেকার সমস্যা নেই!
-দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে!
-বিরোধীদলে গেলে আমরা জীবনেও হরতাল দেব না!
-আগামী 30এপ্রিলের মধ্যে সরকারের পতন হবে!
-ক্ষমতায় গেলে আমরা জনগণের সব আশা পূরণ করব!
ইত্যাদি...ইত্যাদি...ইত্যাদি...ইত্যাদি...ইত্যাদি...!
কথায় বলে, রাজায় রাজায় যুদ্ধ করে আর উলুখাগড়ায় প্রাণান্ত! হরতালে তাদের তো ক্ষতি নেই। কেননা রাজাদের কুমার কুমারিরা তো দেশে পড়াশুনা করেন না। আমরা বোকাসোকা পাবলিক গণগ্রেপ্তার হই আর তেনারা এসির বাতাসে বসে দেশ উন্নয়নের পরিকল্পনা করেন। আর আমরা উন্নয়নের সাগরে ভাসতে থাকি। আহা বেশ! বেশ! বেশ! চারদিকে কত উন্নয়ন! উন্নয়ন! উন্নয়ন! উন্নয়নের ভীড়ে ডুবে যাচ্ছি! আহ দম বন্ধ হয়ে আসছে! বাঁচাও....!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।