কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় !
গত ক'দিন ধরে বেশ আলোচিত হচ্ছে জেমএমবির মহিলাদের জঙ্গীবাদের মধ্যে জড়িয়ে পড়ার বিষয়টি । তারা এখন সুসাইডাল এট্যাকের মতন কৌশল আয়ত্বে নিয়ে এসেছে । আমরা দেখছি তারা দিনের পর দিন কতটা সুসংগঠিত ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা সবাই জঙ্গীদের লাশের সংখ্যা গোনার ব্যাপারে আগ্রহী। কেউ একবার ও ভাবি নি হিংসা-প্রতিহিংসার ফলাফল কখনোও শুভ হয় না।
প্রবাদ আছে, "পাপীকে নয়, পাপকে ঘৃণা কর"। কিন্তু কোনভাবেই আমরা পাপকে পূণ্যের পথে এগিয়ে নিতে পারছি না। বারবার জঙ্গী আমাদের উপর হামলে পড়ছে আমরা অসহায় হয়ে দেখছি আর আমাদের সরকার প্রতিবার একইরকমভাবে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। কোনদিন এ খেলা বন্ধ হচ্ছে না। প্রতিদিন বিষবৃক্ষ বড় হচ্ছে।
আমাদের আইন রক্ষাকারী বড়জোর ডাল কেটে দায়িত্ব শেষ করে নিচ্ছে। কিন্তু বিষবৃক্ষের শিকড় একটু একটু বহুদূর গড়িয়ে যাচ্ছে যেখানে আমাদের পরবর্তী বংশধরদের খেলার মাঠ। ওদের রক্ষার দায়টা কার? আমাদের নাকি সরকারের? নাকি সুশীল সমাজের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।