আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারিত হবেন না। ভিক্ষুকদের চিনে রাখুন.....

কি লিখি তোমায়
প্রতারিত হবেন না। ভিক্ষুক-দের চিনে রাখুন ..... মানুষের ভিক্ষা করে-দরিদ্র/অভাবের তাড়নায় ... আর কিছু মানুষ ভিক্ষাকে করেছে পেশা.... আর কিছু মানুষ ভিক্ষাকে করেছে নেশা.... মানুষ ভিক্ষা করে বিভিন্ন রূপে ... অদৃশ্য ভিক্ষুক..... ইহা কি অভাব/পেশা/নেশা জন্য সন্তানকে পণ্য করে ভিক্ষা করে ..... ইহা কি অভাব/পেশা/নেশা জন্য পরিবারকে পণ্য করে ভিক্ষা করে ..... ইহা কি অভাব/পেশা/নেশা জন্য ঔষধ-পত্র-কে পণ্য করে ভিক্ষা করে ..... ইহা কি অভাব/পেশা/নেশা জন্য নোটিস/ কারন দেখিয়ে ভিক্ষা করে ..... ইহা কি অভাব/পেশা/নেশা জন্য ধর্মকে পণ্য করে ভিক্ষা করে ..... ইহা কি অভাব/পেশা/নেশা জন্য আরো আছে বিভিন্ন ধরনের ভিক্ষা এই উপ-মহাদেশে ... তা হলো রাজনীতিতে ভোট ভিক্ষা...(মৃত ব্যাক্তি ও ধর্ম নামে) মৃত ব্যাক্তিকে পণ্য করে ভোট ভিক্ষা ..... পাকিস্থানের রাজনৈতিক দল - পিপিপি এ ছাড়া আরো আছে .... ভারতের একটি রাজনৈতিক দল - কংগ্রেস বাংলাদেশর দুইটি রাজনৈতিক দল - আওয়ামী-লিগ ও বিএনপি ধর্ম কে পন্য করে ভোট ভিক্ষা ..... পাকিস্থানের উগ্র-রাজনৈতিক দল - পিএমএল ভারতের একটি উগ্র-রাজনৈতিক দল - বিজেপি বাংলাদেশর দুইটি উগ্র-রাজনৈতিক দল - জামাত ও শিবির সংগত কারণে বাকী রাজনৈতিক দল গুলোর ছবি দেয়া গেলো না... তবুও চিনে রাখুন....প্রতারিত হবেন না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.