হঠাৎ করে সবকিছু কেমন যেন এলোমেলো মনে হছ্ছে !! অনেক ভারী কিছু একটা যেন আমাকে চেপে ধরছে প্রতিনিয়ত, এতটুকু শান্তি দিছ্ছে না !! সেটা কি আমার বুকে না মাথায় বুঝতে পারছি না। কখনো ভাবি নি নিজের প্রতি এতোটা প্রতারনা করে কাউকে ভালোবাসবো।যতবারই মনে পড়ছে ততবারই নিজের প্রতিঞ্জা (Determination) গুলোকে দুমড়ে-মুচড়ে আরও যেন বেশী ভালোবাসছি তাকে। এমন তো কথা ছিলো না !এই আমি আজ বড়ই প্রতারিত। নিজের প্রতি নিজেই প্রতারনা করেছি . . .। ।জানিনা কতটা মাশুল দিতে হয় এই প্রতারনার !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।