আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারিত ভালোবাসা

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

একদিন টাকা দিয়ে কিনে নেবো পৃথিবীর সকল ভালোবাসা । তারপর । তারপর কোনো এক সুউচ্চ সবুজ পর্বতের উপর থেকে ফেলে দেবো তোমাদের সকল ভালোবাসা । যেনো পাশ দিয়ে বয়ে চলা গভীর গিরিখাদের উম্মত্ত স্রোতে সলিল সমাধি ঘটে এইসব প্রতারিত ভালোবাসাবাসির । ।

তখনকার ভালোবাসাহীন পৃথিবী নিশ্চয়ই আজকের এই মিথ্যে, স্বার্থপর, লোভী আর প্রতারিত ভালোবাসার পৃথিবীর তুলনায় ঢের ভালো হবে । । আজকের ভালোবাসা টাকায় বিকোয়, তাই টাকা দিয়েই কিনে নেবো তোমাদের সকল ভালোবাসা । জানি তাতে একটুকু লজ্জাও তোমরা পাবে না । তোমাদের সবকিছুই তোমাদের স্বার্থসিদ্ধির হাতিয়ার ।

তাই টাকা দিয়েই একদিন কিনো নেবো তোমাদের সকল স্বার্থ । তারপর । তারপর স্বার্থহীন , নির্লোভ ভালোবাসাহীন এক পৃথিবীতে আমি নতুন করে গাঁথবো তোমাদের সকল প্রতারিত ভালোবাসার মালা । । সারা পৃথিবী প্রতারক হলেও বলবো না তুমি প্রতারক সত্যি সত্যি তুমি প্রতারক হলেও ভাববো না তুমি প্রতারক ভাববো এটা প্রতারিত ভালোবাসা, প্রতারিত পৃথিবী ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.