আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের উত্তম আদর্শ সাহাবাদের সাহাদত বরন / ডঃ আল্লামা কবি মাসুদ মিয়া শাহি ।

অন্যায় ভাবে আততায়ি কর্তৃক নিহত হলে সে শহীদের মধ্য গন্য আল হাদিস । জাবের রা হইতে বর্ণিত , কিছুসংখ্যক সাহাবি ইসলামের দাওয়াত নিয়ে মদিনা হইতে মক্কার উদ্দেশ্য রওয়ানা দিলেন । পথিমধ্য আবুজাহেলের লোকেরা তাদের ধাওয়া করে , এর মধ্য যুদ্ধ করে বহু সংখ্যক কাফের নিধন করে তারা শাহাদত বরন করে , আবু খবায়েব রা কাফের দের নিকট বন্ধি হলেন , একটা অন্ধকার কুটুঁরিতে তাকে রাখা হয় , সামান্য দানা পানিও তার জন্য বরাদ্ধ ছিলনা বরং নিত্য অনাচার অত্যাচার ছিল তার সঙ্গী । একদিন একদিন বেদিনের দাসি গেল বন্ধির সেবায় , গিয়ে দেখতে পায় আবু খবায়ব রা আঙ্গুরের ঝাঁক থেকে পাকা সুসাধু ফল ছিরে খাচ্ছে , দাসি অবাক হয়ে জানতে চাইলে সাহাবি রা বললেন এসব আল্লাহর পক্ষ থেকে বেহেস্তি খাবার , নাও তুমিও খাও , দাসি সহ আরও অনেকেই তৃপ্তি সহকারে ফল ভক্ষন করে । যার নিকট সাহাবি রা বন্ধি সেই বেদিন ছিল বদরের যুদ্ধে পরাজিত , এবং তার দুই ছেলেকে ও চাচাকে আবু খবায়ব রা নিজে বদরের প্রান্তে হত্তা করেছিলেন , তাই কাফেরেরা তাকে মৃত্যুদণ্ড দেয় । সাহাবি রা কে ঘোড়ায় চড়িয়ে যখন বেদিতে নিয়ে যাওয়া হবে তখন তিনি শৃঙ্খলিত ছিলেন , নবীজীর নাম লয়ে বল্লেন ইয়া রাছুলুল্লাহ সা আমাকে হেফাজত করুন । সাথে সাথে লোহার জিঞ্জির ভেঙে যায় এবং খালি হাতে ওদের সাথে যুদ্ধে লিপ্ত হয় , সর্বাধিক কাফের নিধন করে তিনি শাহাদাতের কুলে নিজেকে সমর্পণ করেন । তার লাছ বিকৃত করার মানসে কাফের রা উদ্দ্যত হলে হটাত গায়েবী আওয়াজ আসে এবং সকলে পালিয়ে যায় এবং আবু খুবায়েব রা এর দেহটি ফেরেস্তাদের সমিব্যাবহারে জান্নাতুল বাকিতে চলে আসে । ইসলামের উত্তম যুগ , ও তফছিরে কবির ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.