আমায় চিরটাকাল কারা,ভয় দেখালো জুজুর
বলতো খুবই খারাপ মানুষ গোলাম আজম হুজুর
জানিনা তো কেমন তিনি? মর্জি কেমন, মেজাজও
বহনটাকি করেন নাকি পাকিস্তানি তেজ আজও?
ভয় করিনা, কোনো কিছুই যেতে আমি রাজি
কারণ মরলে শহীদ হবো, বেঁচে থাকলে গাজী
যাবোই আমি তিনার কাছে, লাভ নাই ভয় খাওয়ালে
একটা জবাব চাবো-ই আমি, একখানা মোর সাওয়ালে।
হুজুর ছিলেন অনেক ভালো, আলেম ভীষণ জানি
হৃদয় ছিল, হায় শতভাগই পেয়ারা পাকিস্তানি।
একাত্তুরের যুদ্ধে তিনার চিন্তা ছিল, so high
পাকি ছিলেন,কারণ ছিল মুসলমানের দোহাই
সুরমা চোখে,আতর গায়ে, মাথায় দিয়ে টুপি
পরহেজগার জেনেও তাকে বলতো বহুরুপি
আমার সাওয়াল তার কাছে তাই যান গো হুজুর, কয়ে
আরেক জন্মে আসতে কী চান ‘গোলাম আজম’ হয়ে?
বিঃদ্রঃ আমার একটি পুরাতন লেখার ছায়া অবলম্বনে :::
মহামান্য অধ্যাপক গোলাম আজম বরাবর একখানা ছোট্ট সাওয়াল, হুজুর কী আরেক জন্মে গোলাম আজম-ই হতে চাইবেন?
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।