আবারও ভুল অপারেশন। জরায়ুতে টিউমার আছে বলে অপারেশন করা হলো এক যুবতীর। কিন্তু টিউমার পাওয়া গেল না। এরপর কাটাস্থান দ্রুত সেলাই করে সটকে পড়েন চিকিৎসক। এর আগে ভুল অপারেশনে কিডনি হারিয়েছেন এক গৃহবধূ। ভুল চিকিৎসায় মারা গেছেন এক প্রসূতি মা।
ব্রাহ্মণবাড়িয়ার প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে অপচিকিৎসার এমন ঘটনা ঘটছে প্রতিনিয়তই। মঙ্গলবার রাতে দি ল্যাব এইড শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি হন আশুগঞ্জের তালশহরের সোহেল মিয়ার স্ত্রী কাকলী আক্তার (২৬)। এই হাসপাতালের চিকিৎসক এবং জেলা সদর হাসপাতালের সাবেক গাইনি, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ শরীফ মাসুমা ইসমতের পরামর্শে তার আলট্রাসনো করে জানানো হয় জরায়ুতে টিউমার হয়েছে। বুধবার রাতে তার অপারেশন করেন ডা. শরীফ মাসুমা ইসমত। কিন্তু অপারেশন করে দেখেন রোগীর ওই স্থানে কোনো টিউমার নেই। এরপর সেলাই করে চিকিৎসক দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়েন। এর আগে ১৬ জুলাই একই হাসপাতালে ডা. শরীফ মাসুমা ইসমতের ভুল চিকিৎসার কারণে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের রুহুল আমিনের স্ত্রী শারমীন আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়। ওই মাসেই শহরের জেল রোডের দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও স্পেশালাইজড হাসপাতালে হাজেরা বেগম নামে এক রোগীর ভুল অপারেশন করে কিডনি কেটে ফেলে দেওয়া হয়। পরে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এই অস্ত্রোপচারটি করেন চিকিৎসক ফোরকান আহমেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।