আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুঘটনায় এমটিএবি কেন্দ্রীয় সভাপতি নিহö

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এমটিএবি কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত আলী নিহত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, ফরিদপুরের সদরপুর, নারায়ণগঞ্জের ফতুল্লা, মেহেরপুরের মুজিবনগরে শিশুসহ নিহত হয়েছেন চারজন। কুলাউড়ায় পিকনিকের বাস খাদে পড়ে ২০, গাজীপুরে ট্রাক-টেম্পো সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।

টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কান্দাপাড়া এলাকায় ট্রাকের চাপায় মেডিকেল টেকনোলোজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমটিএবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত আলী (৪০) নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহত হযরত আলীর বাড়ি উপজেলার সারতৈল গ্রামে। গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গাইড়াকান্দি নামক স্থানে গতকাল সকালে নসিমন উল্টে তারা মিয়া (৬৫) নামে একজন নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছেন। নিহত তারা মিয়ার বাড়ি মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড়ভাট্টা গ্রামে। আহতদের প্রাথকিভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নসিমনটি জব্দ করা হয়েছে ও থানায় মামলা করা হয়েছে। ফরিদপুর : চরভদ্রাসন উপজেলা সদরে বি.এস. ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মো. সায়াদ হোসেন (৭) গতকাল বেলা ১১টায় অটোবাইক চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। নিহত শিশুটি উপজেলার বি.এস. ডাঙ্গী গ্রামের সামচুদ্দিন মোল্লার একমাত্র পুত্র। মেহেরপুর : মেহেরপুর-মুজিবনগর সড়কের বিদ্যাধরপুর গ্রামে পিকনিকের বাসের ধাক্কায় সেলিম রেজা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। নওগাঁ : পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের কঞ্চিপুকুর মোড় নামক স্থানে ট্রাকের চাপায় দুলাল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। নিহত দুলাল সাপাহার উপজেলার তিলনা গ্রামের কৈলাশ চন্দ্রের ছেলে।

কুষ্টিয়ায় বাসচাপায় সহকারী চালক নিহত : কুষ্টিয়া শহরে পুলিশ লাইনের সামনে গতকাল সকাল ১০টার দিকে বাসের চাকার নিচে চাপা পড়ে আকাশ কাজী (২৫) নামে বাসের এক সহকারী চালক নিহত হয়েছেন। আকাশ কাজী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সূর্যদিয়া ইউনিয়নের মহেনদিয়া গ্রামের খলিল কাজীর ছেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.