আমাদের কথা খুঁজে নিন

   

একটি সঠিক সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খনিগুলোতে মজুদ বিপুল পরিমাণ কয়লা তুলতে ভবিষ্যৎ প্রযুক্তির জন্য অপেক্ষা করার কথা বলেছেন। গত বৃহস্পতিবার দেশের কয়লা সম্পদ সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া নীতিনির্ধারণী নির্দেশনায় স্পষ্ট হলো বিপুল পরিসরে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কোনো আশু-পরিকল্পনা সরকারের নেই। বাংলাদেশে বিপুল পরিমাণ কয়লার মজুদ রয়েছে এবং এ কয়লার মানও যথেষ্ট ভালো। ইন্ধন শক্তির ক্ষেত্রে এ মুহূর্তে কয়লাই হলো একমাত্র ব্যবহারযোগ্য সম্পদ। দেশে যে পরিমাণ গ্যাস রয়েছে তার মজুদ আগামী এক যুগের মধ্যে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রসীমায় গ্যাস প্রাপ্তির সম্ভাবনা থাকলেও বিশাল আকারের গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হওয়ার আশা কম। কয়লা ছাড়া দেশে ব্যবহারযোগ্য ইন্ধন শক্তির তেমন মজুদ না থাকায় এ সম্পদের সদ্ব্যবহার সরকারের নৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, চারদিকের অশুভ চাপে দেশের কোনো সরকারের পক্ষে সুষ্ঠু জ্বালানি নীতি গ্রহণ করা সম্ভব হয়নি। দেশের দুই প্রাকৃতিক সম্পদ গ্যাস ও কয়লার ওপর বহুজাতিক কোম্পানিগুলোর লোভাতুর নজর এবং তাদের দিক থেকে আসা নানামুখী প্ররোচনা এ জন্য দৃশ্যত দায়ী। বহুজাতিক কোম্পানিগুলো উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য কয়েক বছর ধরে প্ররোচনা চালাচ্ছে। বোঝানোর চেষ্টা করছে, এ পদ্ধতিতে উত্তোলন করলে মজুদ

কয়লার বেশির ভাগ যেমন ব্যবহার করা যাবে, তেমনি খরচও কম পড়বে। দুনিয়ার বিভিন্ন দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উঠানোর নজির উপস্থাপন করে তারা জনমতকে প্রভাবিত করার চেষ্টাও চালায়। তবে সেক্ষেত্রে তারা যে বিষয়টি সযত্নে গোপন রাখার চেষ্টা চালায় তা হলো, এ পদ্ধতিতে কয়লা উঠালে দেশের বিপুল পরিমাণ জমি পরিত্যক্ত হয়ে পড়বে। হাজার হাজার মানুষ যেমন গৃহহারা হয়ে পড়বে, তেমনি নষ্ট হবে ফসলের জমি। বৃক্ষ সম্পদের ক্ষয়ক্ষতিও হবে বিপুল। অথচ উত্তোলিত কয়লার এক অতি ক্ষুদ্র অংশ বাংলাদেশ পাবে এবং বহুজাতিক কোম্পানি তার হিস্যার সিংহভাগ বিদেশে রপ্তানির সুযোগ পাবে। এ বাস্তবতায় দেশে মজুদ কয়লা খনিতে রেখে দিয়ে ভবিষ্যতের জন্য অপেক্ষা করাই আমাদের মতে বেশি যুক্তিযুক্ত। ভবিষ্যতে লাগসই প্রযুক্তি আয়ত্তে এলে নিজেদের দেশের এই মূল্যবান সম্পদ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা আশা করব, বহুজাতিক কোম্পানির চাপ সত্ত্বেও সরকার দেশের খনিজ সম্পদ সুরক্ষার ক্ষেত্রে গৃহীত দেশপ্রেমসুলভ সিদ্ধান্ত বহাল রাখবে এবং যে কোনো মূল্যে অটল থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.