আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া কাপ ক্রিকেট

এশিয়া কাপ ক্রিকেটের পর্দা শেষ পর্যন্ত সফলভাবে উন্মোচিত হলো রাজধানী ঢাকার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশীয় ক্রিকেটের সেরা পাঁচটি দল। টেস্ট পরিবারের ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের পাশাপাশি ক্রিকেট রাজ্যের নবাগত সদস্য আফগানিস্তান। ফতুল্লার স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার ব্যাট ও বলের তুমুল যুদ্ধ হয়েছে গতকাল। বাংলাদেশ আজ একই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্রিকেটের পরাশক্তি ভারতের সঙ্গে। এশিয়া কাপের এ আসর চলবে ১২ দিন ধরে। প্রথম পাঁচটি খেলা হবে ফতুল্লার মাঠে। শেষ ৭টি খেলা গড়াবে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। ৮ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল খেলা। এশিয়ার ক্রিকেট সম্রাট হিসেবে কারা পরিগণিত হবে তা সেদিন নির্ধারিত হবে। এশিয়া কাপের এবারের আসর বাংলাদেশে হবে এটি ছিল পূর্ব নির্ধারিত। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই সাংঘর্ষিক ছিল যে, এ অবস্থায় এশিয়া কাপের মতো এক বিরাট আয়োজন বাংলাদেশে করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। গত ডিসেম্বর পর্যন্ত দেশের প্রায় শতভাগ মানুষের আশঙ্কা ছিল এশিয়া ক্রিকেটের সবচেয়ে জাঁদরেল টুর্নামেন্টের সুযোগ পেয়েও বাংলাদেশকে হয়তো তা হারাতে হবে। এমনকি এশীয় ক্রিকেট কাউন্সিলের সভায়ও বাংলাদেশে এ ধরনের টুর্নামেন্ট করার ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ক্রিকেটের বিষয়ে সারা জাতি ঐক্যবদ্ধ। টুর্নামেন্টের আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এমন প্রতিশ্রুতিও দেওয়া হয় কাউন্সিলে প্রতিনিধিত্বকারী বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতিনিধিদের পক্ষ থেকে। সে আশ্বাসের ওপর আস্থা রাখেন সব সদস্য দেশের প্রতিনিধিরা। দুই বছর আগে এশিয়া কাপের খেলায় বাংলাদেশ বিদায় নিয়েছিল ফাইনাল থেকে। এবার টাইগারদের লক্ষ্য থাকা উচিত সে সাফল্য ধরে রাখা। আমরা আমাদের জাতীয় দলের সাফল্য যেমন দেখতে চাই তেমন দেখতে চাই টুর্নামেন্টের সার্থক আয়োজন। এর সঙ্গে দেশের ১৬ কোটি মানুষের সম্মান ও আবেগ জড়িত। খেলায় জয়-পরাজয় থাকলেও সে আবেগ যাতে পরাজিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.