আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে বিএনপি একাই ১৯ দল!

১৯ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি কালো পতাকা মিছিল সিলেটে পালন করেছে কেবল বিএনপি। মাইকের ঘোষণায় ও ব্যানারে ১৯ দলীয় জোটের কর্মসূচির কথা বলা হলেও মাঠে ছিল শুধু বিএনপির নেতা-কর্মীরা। জোটের শরিক অন্য কোনো দলের নেতা-কর্মীদের কর্মসূচিতে দেখা যায়নি। গতকাল বিকাল ৫টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে কালো পতাকা মিছিলটি শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশেও কেবল বিএনপির নেতারা বক্তব্য রাখেন। মিছিলে 'শেখ হাসিনার নির্বাচন, ১৯ দল মানে না', 'প্রহসনের নির্বাচন ১৯ দল মানে না' বলে স্লোগান দিলেও এ সময় জোটের শরিক অন্য কোনো দলের নেতা-কর্মীদের দেখা যায়নি। বিএনপির মিছিলে ১৯ দলের স্লোগান নিয়ে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ লোকজনের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মিছিলটি জিন্দাবাজার অগ্রগামী বালিকা স্কুল অ্যান্ড কলেজের সামনে আসলে এক পথচারী মন্তব্য করেন, 'মিছিল দেখি বিএনপির, আর স্লোগান শুনি ১৯ দলের। বিএনপি কি এখন একা ১৯ দলের দায়িত্ব পালন করছে।' কোর্ট পয়েন্টে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলী আহমদের পরিচালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহারিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফ্ফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকি, সহসভাপতি বদরুজ্জামান সেলিম প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.