আমাদের কথা খুঁজে নিন

   

একমঞ্চে পাঁচ ক্রিকেট অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ১০ অক্টোবর। সে নির্বাচন সামনে রেখে রূপসী বাংলা হোটেলে গতকাল ছিল সম্মিলিত পরিষদের ক্যাটাগরি 'বি'র প্রার্থী পরিচিত অনুষ্ঠান। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন তার পরিষদের ১৪ জন প্রার্থীকে পরিচিত করে দিয়েছেন। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পাঁচ সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, ফারুক আহমেদ, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন। পাঁচ সাবেক অধিনায়কের মধ্যে ফারুক ছাড়া বাকি চারজনই নির্বাচন করবেন। গাজী আশরাফ লিপু ও খালেদ মাহমুদ সুজন নির্বাচন করবেন ক্যাটাগরি 'সি' থেকে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠনতন্ত্র-২০১২ অনুযায়ী ক্যাটাগরি 'সি' কাউন্সিলর সংখ্যা। কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড কাউন্সিলরের নাম না পাঠানোয় এখন সংখ্যা ৪৪। এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন মাত্র একজন পরিচালক। গতকাল নির্বাচন করার কথা লিুপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সম্মিলিত পরিষদের পরিচিত অনুষ্ঠানে, 'আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তবে আমি নির্বাচন করব ক্যাটাগরি 'সি' থেকে।' খালেদ মাহমুদ নির্বাচন করলেও মিডিয়ার মুখোমুখিতে কিছু বলতে চাননি। ক্যাটাগরি 'এ' থেকে নির্বাচন করবেন দুর্জয় ও আকরাম। দুর্জয় নির্বাচন করবেন ঢাকা বিভাগ থেকে। ঢাকা বিভাগের ভোট ১৮টি। এখান থেকে নির্বাচিত হবেন দুজন পরিচালক। দুর্জয় ঢাকা বিভাগ থেকে নির্বাচন করবেন ক্রিকেটের উন্নয়নের স্বার্থে, 'আমি ক্রিকেট খেলেছি। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলাম। ক্রিকেট আমার ভালোবাসা। আমি কোচিং করায়নি। তাই ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা সম্ভব হয়নি। পরিচালক পদে নির্বাচন করার মূল অর্থ হচ্ছে, ক্রিকেটের উন্নয়ন করা। বোর্ডের সঙ্গে সম্পৃক্ত থাকলে ক্রিকেট উন্নয়ন অনেকটাই সহজ হয়।' দুর্জয় কাউন্সিলর হয়েছেন জন্মভূমি মানিকগঞ্জ জেলা থেকে। আকরাম নির্বাচন করবেন চট্টগ্রাম বিভাগ থেকে। তিনি চট্টগ্রাম বিভাগের কাউন্সিলর। এ বিভাগ থেকে পরিচালক হবেন দুজন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.