আমাদের কথা খুঁজে নিন

   

হিজবুত তাহরীর : যে শিকড় অনেক আগেই উপড়ে ফেলা উচিৎ ছিল



একটা লেখা লিখেছিলাম। Click This Link লেখাটা ঢাকায় ছাপা হয়েছিল। ব্লগে দিলাম। আমার উপর হামলে পড়লেন কেউ কেউ । ------------------------------------------------------------------ ত্রিভুজ বলেছেন: হিজবুত তাহরির খুব সম্ভবত মোসাড পরিচালিত একটা গ্রুপ যাদের কাজ হচ্ছে ইসলামের নামে কলঙ্ক দেয়া।

একটা পাবলিক ফোরামে হিজবুত তাহরিরের কিছু সদস্যের সাথে মোলাকাত হওয়া দুর্ভাগ্য হয়েছিলো। এরা ইসলামের কিছুই জানে না... কোরআন এর প্রচুর স্থুল ব্যাখ্যা দাঁড় করায় আর যুক্তি ছাড়া গায়ের জোড়ে চলে। একটা লিঙ্ক দেখুন- Click This Link এবার আপনি বলুন, হিজবুত তাহরিরকে উদাহরণ হিসেবে দেখিয়ে ইসলামের সমালোচনা করাটা কতটুকু যৌক্তিক? একটা কথা আগেই বলেছি, ইসলামের সমালোচনা এবং ইসলাম সম্পর্কে নেতিবাচ ধারনা তৈরি করতেই জেএমবি আর হিজবুত তাহরির টাইপ গ্রুপগুলো তৈরি হয়েছে। এখন কেউ ইসলাম বিদ্বেষী হয়ে থাকলে জেএমবি আর হিজবুত তাহরির তাদের জন্য খুব ভাল গুটি, ইসলামকে আক্রমন করার চেষ্টা করার জন্য। ------------------------------------------------------------------- উম্মু আবদুল্লাহ বলেছেন: আমি বিশিষ্ট জন নই, বরং খুব গুরুত্ব হীন একজন।

একজন অবিশিষ্ট কারো কাছ থেকে কোন কিছু জানতে চাওয়ার মানসিকতা খুব কমের থাকে। আমার মনে হয় না আপনি সেই কমদের একজন। তার পরেও বলছি। মানুষের গবেষনা আর নিরীক্ষনের এই প্রচেষ্টার পেছনকার উদ্দেশ্য মানব জাতির কল্যান নয়, বরং অজানাকে জানার অদম্য ইচ্ছা। অ্যালজাব্রা শাস্ত্রের জনক নবম শতকের শ্রেষ্ঠ ইরাকী বিজ্ঞানী আলখাওয়ারিজমী স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছিলেন জ্ঞানের দুয়ার খুলে দেবার জন্য।

সেই জ্ঞান প্রতিপত্তি বিস্তারের জন্য ব্যবহৃত না হয়ে, মানব কল্যানে ব্যবহৃত হোক - এটাই আমাদের চাওয়া। যদিও বাস্তবে তার বিপরীত উদাহরন দেখতে পাওয়া বিচিত্র কিছু নয়। হিজবুত তাহরীর সম্পর্কে আপনার লেখাটি সঠিক মনে হয় নি। হিজবুতের বিরুদ্ধে জংগীবাদের অভিযোগ নেই। বরং বিশ্বাসে চরম পন্থার অভিযোগ থাকতে পারে।

--------------------------------------------------------------- উম্মু আবদুল্লাহ বলেছেন: "শুনেছি আপনি আম্রিকায় থাকেন। হিজব উত তাহরীর বিষয়ে ষ্টেট ডিপার্টমেন্ট কি বলে , একটু জেনে নিন। অপেক্ষা করেন আর দেখেন আম্রিকাওয়ালারা কি করে ! " পৃথিবী সেটিই বলবে যেটি সত্য হয়ে থাকে। হিজবুত এখনও অধিকাংশ দেশে নিষিদ্ধ নয়। সন্ত্রাস বিরোধী যুদ্ধ ২০০১ এ শুরু হয়েছে।

এতদিনেও হিজবুত কেন নিষিদ্ধ হল না? পশ্চিমের সন্ত্রাস বিরোধী যুদ্ধ কি এতই পলকা? আপনি তো তাহলে অনেক বেশী দিন ধরেই অপেক্ষা করছেন। এত জানেন আপনি, অথচ অন্য কেউ এসব জানেনা। কি আর করবেন। ------------------------------------------------------------------ উম্মু আবদুল্লাহ বলেছেন: "আল কায়েদা আর হিজবুত যে একই - তা প্রমানিত হয়েছে ইতিমধ্যেই। " হলে তো ভালই।

কিছুদিনের মধ্যেই বোঝা যাবে আপনার দাবীর সত্যতা কতটুকু। কিন্তু স্টেট ডিপার্টমেন্টের এতসব কথা আপনার মত বাইরের লোক জানে কি করে সেটাই তো তাজ্জব। --------------------------------------------------------------------- ওনাদের সাথে এভাবেই চলেছিল আমার বাতালাপ। আজ বাংলাদেশে হিজবুত তাহরীর নিষিদ্ধ হয়েছে। প্রমানিত হয়েছে , কার দূরদর্শিতা কতটুকু ।

আর কারা কারা জংগীবাদ কে সমর্থন করে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.