mojnu@ymail.com
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষার আয়োজক আলহাজ্ব সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের ২০০৯ সালের বৃত্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয় ও মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক যোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় কোম্পানীগঞ্জের সব স্কুলের তৃতীয়-অষ্টম শ্রেণীর এক হাজার ৩১৬জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এতে পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের মিন্টু। পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজেসেবক খাজা আবুল খায়ের, বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মোহাম্মদ কাজল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আমীর হোসেন বিএসসি, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহম্মদ, সহ-সভাপতি কামরুজ্জামান, বামনী কলেজের প্রভাষক মো: কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন মজনু, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ খাজা নজরুল ইসলাম, সদস্য প্রফেসর আবুল বাশার, মোশারেফ হোসেন ভুইয়া, শরিয়ত উল্যাহ ফুটন, ফেনী রাজাপুর কলেজের প্রভাষক আবু নাছের প্রমূখ।
বিস্তারিত সংবাদ পড়ৃন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।