আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জের একটি ওয়েল্ডিং কারখানা বন্ধের দাবিতে শতাধিক বিদ্যুৎ গ্রাহকের বিক্ষোভ

mojnu@ymail.com

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা একটি ওয়েল্ডিং কারখানার বিরুদ্ধে ওই গ্রামের শতাধিক বিদ্যুৎ গ্রাহক প্রতিবাদ মুখর হয়ে ওঠেছে। তারা জনস্বার্থ বিরোধী এ অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছে। এ নিয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা বুধবার বিক্ষোভ প্রদর্শনসহ অনতিবলিম্বে কারখানাটি বন্ধের দাবি জানিয়েছে। অন্যথায় ঐক্যবদ্ধ জনতা অবৈধ এ কারখানায় হামলা ভাংচুরের হুমকি দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযুক্ত আবদুল মান্নানকে আটক করলেও দুইঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।

চরহাজারী ১নং ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহক আবু নাছের, নজরুল ইসলাম, হাছিনা আক্তার, জামাল উদ্দিন লিটনসহ অনেকেই জানান, ওই এলাকার জনৈক আবদুল মান্নান তার মালিকানাধীন নাছরিন পোলট্রি ফার্মের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে গত চারমাস আগ থেকে অবৈধভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়েল্ডিং কারখানা স্থাপন করেছেন। যাতে করে বিদ্যুতের পিক আওয়ারে ওয়েল্ডিং করার সময় ২২০ ভোল্ট সেকেন্ডে ১০০ ভোল্টে ওঠা-নামা করে। এতে করে অল্প দিনের ব্যবধানে ওই এলাকার বিদ্যুৎ গ্রাহকদের বহু টিভি, ফ্রিজ, কম্পিউটার, বৈদ্যুতিক বাল্ব, ফ্যানসহ ইলেক্ট্রনিক্স সামগ্রীর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অবৈধ এ কারাখানাটি বন্ধের জন্য ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকদের ৬৭জন স্বাক্ষরিত (হিসাব নং ও মোবাইল নং সহ) একটি আবেদন পিডিবি'র প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, আবাসিক প্রকৌশলী, জেলা পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রদান করলেও কোন ফল হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা আক্তার খান ওই এলাকা পরিদর্শন করে এ অবৈধ কারাখানাটি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন বলেও জানাগেছে।

বসুরহাট বিদ্যুৎ সরবরাহ অফিসের উপ সহকারী প্রকৌশলী মোঃ হারুন ওয়েল্ডিং কারখানার অবৈধ সংযোগের কথা স্বীকার করে বলেন, এটি ধরা পড়ার পর ৫-৬বার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু সে গোপনে আবার সংযোগ লাগিয়ে অবৈধভাবে ব্যবহার করে আসছে। বিষয়টি তিনি স্থানীয় প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব জানান, অভিযোগ প্রাপ্তির পর কারখানার মালিক আবদুল মান্নানকে মঙ্গলবার আটক করা হয়।

পরে অবৈধ সংযোগ বন্ধ এবং বৈধ সংযোগ নিয়ে রাত ১১টার আগে ও সকাল ৮টার পরে ওয়েল্ডিং কারখানা বন্ধ রাখার অঙ্গীকার দিয়ে সে থানা থেকে ছাড়া পায়। নোয়াখালী ওয়েব- Click This Link দৈনিক যুগান্তর- Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.